SSC News: অতিরিক্ত শূন্যপদে নিয়োগের দাবিতে বিক্ষোভ, ফের পথে চাকরিপ্রার্থীরা
ABP Ananda LIVE : ফের পথে চাকরিপ্রার্থীরা। পথে ২০২৫-এ SSC-র নতুন চাকরিপ্রার্থীরা। অতিরিক্ত শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ। এক লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ। রেজাল্টের দাবিতে মিছিল করবেন ২০২৩-এর টেট পরীক্ষার্থীরাও। করুণাময়ী থেকে মিছিলের প্রস্তুতি চুড়ান্ত।মিছিল থেকে তাঁদের দাবি-দাওয়া নিয়ে জানান এক চাকরিপ্রার্থী। তিনি বলেন, "আপনারা জানেন, এই রাজ্য সরকার ১০ বছর পর নিয়োগ করছে। পরীক্ষা হয়েছে। পরীক্ষায় যাঁরা ফ্রেশার প্রার্থী তাঁরা পরীক্ষার দেওয়া পর দেখছেন, তাঁরা যদি ৬০-এ ৬০-ও পান, তাহলেও কোনও ডাক পাবেন না। কারণ, ৩১ হাজার শিক্ষক ইতিমধ্যে ইন-সার্ভিসের মধ্যে ঢুকে গেছেন। আমাদের যেটা দাবি, সিট সংখ্যা যা আছে তার থেকে ৩ গুণ বাড়াতে হবে। সংখ্যাটা ১ লক্ষের কাছাকাছি নিয়ে যেতে হবে। দুই নম্বর দাবি হল, ইন-সার্ভিসের জন্য এই যে ১০ নম্বর দিচ্ছে, কোথাও উল্লেখ নেই। গেজেটেও উল্লেখ নেই যে এই ১০ নম্বর পাবে। এটাও আমাদের দাবি যে, তাঁদের ১০ নম্বর দেওয়া যাবে না। ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত লক্ষাধিক নিয়োগ হয়েছে। সেই জায়গায় ২০১২-২০২৪, একই সময়কাল, কিন্তু সংখ্যাটা দেখুন, তার ১০ ভাগও হয়নি।



















