SSC Scam: 'যতদিন আস আছে, ততদিন পাশে আছি..এদের সর্বনাশ দেখে ছাড়ব', প্রতিবাদে পথে নেমে বললেন প্রবীণ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: চাকরি ফেরত চেয়ে পুলিশের লাঠি-লাথি, রাজপথে প্রতিবাদের ঢেউ । পুলিশের মার খেয়েও চাকরি ফেরত চেয়ে ফের পথে শিক্ষকরা । শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল । চাকরিহারাদের মিছিলে সামিল নাগরিক সমাজ । পথে নামলেন আর জি কর কাণ্ডে আন্দোলনকারীরাও । মার খেয়েছেন শিক্ষকরা। প্রতিবাদে গর্জে উঠল নাগরিক সমাজ। বয়স ভুলে, পিঠে পোস্টার লাগিয়ে পথে প্রবীণরাও।
আরও খবর...
বুধবার দুপুরে কসবায় DI অফিস চত্বরে এভাবেই চাকরিহারাদের লাঠিপেটা করে পুলিশ। চাকরি বাতিল ইস্যুতে এদিন জেলায় জেলায় DI অফিস ঘেরাওয়ের ডাক দেন চাকরিহারারা। কসবায় ব্যারিকেড টপকে DI অফিসে ঢোকার চেষ্টা করলে চাকরিহারাদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। এরপরই শুরু হয় লাঠিচার্জ। এমনকী সদ্য চাকরিহারাদের লাথিও মারা হয়। পুলিশের লাঠির আঘাতে, আহত হন বেশ কয়েকজন চাকরিহারা। পাল্টা পুলিশও তাদের উপর আক্রমণের অভিযোগ এনেছে। কসবাকাণ্ডে এবার চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল পুলিশ। একটি জেলা স্কুল পরিদর্শকের করা অভিযোগ, দ্বিতীয়টি কসবা থানার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। দুটি মামলাই করা হয়েছে গতকাল চাকরি ফেরত চাইতে আসা অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে।


















