BJP News: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মতুয়া বাড়ির কোন্দলে কি ভোটবাক্সে বাড়তি সুবিধা পাবে তৃণমূল?
ABP Ananda Live: নির্বাচনে রাজনৈতিক দলগুলির কাছে মতুয়া ভোটব্য়াঙ্ক বড় ফ্য়াক্টর। এই পরিস্থিতিতে, ঠাকুরনগরের মতুয়াবাড়ির এই সংঘাত নিয়ে শোরগোল পড়ে গেছে রাজনীতিতেও।ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ঠাকুরনগরে মতুয়া বাড়ির কোন্দলে কি ভোটবাক্সে বাড়তি সুবিধা পাবে তৃণমূল? ধাক্কা খাবে বিজেপি? এসব নিয়ে জোর চর্চা চলছে।
'যা উপদ্রব, আমি তো থাকতেই পারব না, যদি কিছু না হয়', ধৃত জীবনকৃষ্ণর বিরুদ্ধেই বিস্ফোরক বাবা
সোমবার ED-র হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের জীবনকৃষ্ণ সাহা। এদিন,শুধু জীবনকৃষ্ণ সাহার বাড়িতে নয়, সোমবার তাঁর আত্মীয়ের বাড়ি-সহ আরও ৫ জায়গাতেও হানা দেয় ED। জীবনকৃষ্ণের বাড়িতে ED, তৃণমূল বিধায়কের শ্বশুরবাড়ি, তৃণমূল বিধায়কের পিসির বাড়ি, বেসরকারি ব্যাঙ্ক কর্মীর বাড়ি, 'মিডলম্য়ান' প্রসন্ন রায়ের শ্বশুরবাড়ি মুর্শিদাবাদের বড়ঞার মহিষগ্রামে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে কিছুটা দূরে বেসরকারি ব্যাঙ্কের কর্মী রাজেশ ঘোষের বাড়িতেও হানা দেন ED-র অফিসাররা। প্রায় ৫ ঘণ্টা ধরে চলে তল্লাশি।
অন্যদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুর মধ্যপাড়ায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়ি। এদিন সেখানেও তল্লাশি চালায় ED। বড়ঞার তৃণমূল বিধায়কের শ্যালক নিতাই সাহা প্রাথমিক স্কুলের শিক্ষক। ঘণ্টা চারেক ধরে তল্লাশির পর, বিধায়কের শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যান ED-র অফিসাররা। মুর্শিদাবাদের পাশাপাশি, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমেও অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা সম্পর্কে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি হন। এদিন তাঁর বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারীরা।

















