TMC News: শহরের মধ্যে সব মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে হবে, এটা বিজেপি যেন বুঝে নেয়: জয়প্রকাশ
ABP Ananda live: 'সারা দেশে যা নিয়ম সেই নিয়ম এখানেও চলবে। শহরের মধ্যে সব মানুষকে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং সেনাবহিনী তার বাইরে নয়। এটা বিজেপি যেন বুঝে নেয়। দেশ শাসন করছি বলে শুভেন্দুু অধিকারী ট্রাফিক আইনের বাইরে বা বারবার দুর্ঘটনা ঘটিয়েছে হাইওয়েতে, মানুষ মরতে মরতে বেঁচে গেছে এইসব হচ্ছে আইন নিজেদের হাতে তুলে নেওয়া দাম্ভিকতার জন্য'। বললেন জয়প্রকাশ মজুমদার।
'বাংলার যন্ত্রণার কথা বলা কি অপরাধ?', 'দ্য বেঙ্গল ফাইলস' রিলিজ নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে বার্তা বিবেক অগ্নিহোত্রীর
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চ ঘিরে গত ১৬ অগাস্ট তুলকালাম বাধে ITC রয়্যাল বেঙ্গল হোটেলে। তাই নিয়েই এবার শুরু হয় রাজনীতির চাপানউতোর! একদিকে পরিচালকের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তৃণমূল আবার এই সিনেমাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর চেষ্টা হিসেবেই দেখছে। আর তাই ঘিরে 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে বাংলাতেই তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ভিডিও-বার্তা দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।এক্স হ্যান্ডেলে পরিচালক বলেছেন, 'দ্য বেঙ্গল ফাইলস' সারা বিশ্বে রিলিজ করবে। কিন্তু সবারই মনে হচ্ছে, পশ্চিমবঙ্গে হয়ত ছবিটি নিষিদ্ধ করা হবে। হল মালিকরাও তাঁকে বলছেন, ছবিটি নিষিদ্ধ না করা হলেও তাঁদের উপর এতটাই রাজনৈতিক চাপ আছে যে , ছবিটা দেখালে বড় মূল্য চোকাতে হতে পারে তাঁদের। তাই তাঁরা ছবিটি দেখাতে ভয় পাচ্ছেন। এই ভয় থেকেই গত ১৬ অগাস্ট ছবির ট্রেলারও দেখানি তাঁরা।


















