Kunal Ghosh:বিহারে SIR-এ আধার কার্ডও 'বৈধ', কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের, কী বললেন কুণাল?
ABP Ananda LIVE: ডায়মন্ড হারবারে ভূতুড়ে ভোটারের অভিযোগ অনুরাগ ঠাকুরের, পাল্টা আক্রমণ তৃণমূলের । 'হোমওয়ার্ক না করেই অভিযোগ অনুরাগ ঠাকুরের'। 'অনুরাগ ঠাকুরকে পেন ড্রাইভে তথ্য পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়'। 'সেই সব ঠিকানায় গিয়ে যাচাই করুন অনুরাগ ঠাকুর'। 'সাড়ে ৭ লক্ষ ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়'। 'সাড়ে ৭ লক্ষ ভোটে হারের ধাক্কা সামলাতে পারছে না বিজেপি'।
জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে ভয়ঙ্কর মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে মৃত অন্তত ১০ জন, জোরকদমে চলছে উদ্ধারকাজ
মেঘভাঙা বৃষ্টি হয়েছে জম্মু ও কাশ্মীরের চাশোটি এলাকায়। আর তার জেরে হড়পা বানও এসেছে কিশতোয়ারের এই জায়গায়। ইতিমধ্যেই অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলাকারী দল। প্রসঙ্গত উল্লেখ্য, এই চাশোটি এলাকা থেকেই শুরু হয় পবিত্র মাচাইল মাতা যাত্রা। অন্যদিকে কিশতোয়ারে রয়েছে হিমালয়ের অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান মা চণ্ডীর মন্দির। সেখানে যাওয়ার জন্য এই চাশোটি-ই হল শেষ গ্রাম যেখানে যানবাহন যেতে পারে। এরপর থেকে পায়ে হেঁটে যাত্রা করতে হয়। মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে হড়পা বানের ফলে আপাতত এবছরের মাচাইল মাতা যাত্রা স্থগিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।


















