TMC News : পান্ডবেশ্বর তৃণমূল বিধায়ককে আক্রমণে দলেরই প্রবীণ নেতা ভি শিবদাসন
ABP Ananda LIVE : পান্ডবেশ্বর তৃণমূল বিধায়ককে আক্রমণ দলেরই প্রবীণ নেতা। নাম না করেই নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিশানা তৃণমূল নেতা ভি শিবদাসনের।'যে বিধানসভায় ১ লক্ষ লিড ছিল, এখন ৪০ হাজারে নেমে এসেছে'।'বিজেপি মাইলেজ দিচ্ছে, ওদের প্রচারে এনে দিচ্ছে'।'নিজেকে ভাবছে আমিই সব কিছু'।'ছাব্বিশের ভোটে কী হবে, ভগবান জানেন'।দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিশানা তৃণমূল নেতা ভি শিবদাসনের।সোশাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসনের বক্তব্যের ভিডিও ভাইরাল ।পোস্টের ৭ মিনিটের মধ্যেই ভি শিবদাসনের ফেসবুক পেজ থেকে ভিডিও ডিলিট।এবিষয়ে দলের রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, প্রতিক্রিয়া নরেন্দ্রনাথ চক্রবর্তীর।
শক্তি বাড়ল ঘূর্ণাবর্তের, প্রবল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, কতদিন চলবে দুর্যোগ?
ঘূর্ণাবর্তের জেরে বাংলার আবহাওয়ার বিরাট বদল। একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী ২৪ ঘণ্টা পর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি, ঝড়ের তাণ্ডব চলছে একটানা। যার জেরে আরও কমবে তাপমাত্রার পারদ।
দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যে। এর ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


















