WB Assembly : সেনার অপমানের অভিযোগ করায়, বিধানসভায় চলতি অধিবেশনের জন্য বিরোধী দলনেতা সাসপেন্ড
ABP Ananda LIVE : মেয়ো রোডে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে সেনার সঙ্গে সংঘাতের আঁচ এবার পৌঁছে গেল বিধানসভায়। সেনার মঞ্চ খুলে দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে ১৯৭১ সালে বাংলাদেশে পাক সেনার গণহত্যার প্রসঙ্গ টেনে আনলেন ব্রাত্য বসু। এদিন বিধানসভায় তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়েছিল, যেভাবে নির্বিচারে বাঙালিদের হত্যা করা হয়েছিল, সোমবার কলকাতায় সেনাবাহিনীর ভূমিকা সেই ছবিটা আরও একবার মনে করিয়ে দিয়েছে।
শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। এরপরই শুভেন্দুঅধিকারীকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেন বিধানসভার অধ্যক্ষ। ২০২১ সাল থেকে এই নিয়ে পাঁচ বার সাসপেন্ড হলেন তিনি। ব্রাত্য বসুর মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরাও। অধীর চৌধুরী বলেন, শিক্ষামন্ত্রী যে ভাষণ দিয়েছেন তাতে সবথেকে বেশি খুশি হবেন পাকিস্তানের সেনাবাহিনীর নায়ক মুনির সাহেব। মেয়ো রোডের ঘটনায়, বিধানসভায় দাঁড়িয়ে, একাত্তরে বাংলাদেশে পাক সেনার গণহত্য়ার প্রসঙ্গ টানলেন ব্রাত্য় বসু। সেনার অপমানের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে গোটা অধিবেশনের জন্য় সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী।




















