Weather Update:হাঁসফাঁস গরমের মধ্যেই তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে, কবে মিলবে স্বস্তির বৃষ্টি?
Weather Report: হাঁসফাঁস গরমের মধ্যেই তাপপ্রবাহের(heat wave) সতর্কবার্তা দক্ষিণবঙ্গে(south bengal)। আগামী দু'দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। কালও দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস । পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে তাপপ্রবাহের পূর্বাভাস। চলতি সপ্তাহেই পশ্চিমাঞ্চলের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা এখন নেই। বজায় থাকবে গরম ও অস্বস্তির দাপট, সোমবার বৃষ্টি হতে পারে কলকাতায়। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক অঞ্চলে। শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুধু উত্তরবঙ্গ এবং পশ্চিমের দু এক জেলায়। সময়ের আগেই বর্ষাগমনের বার্তা দেওয়ার পরই আবার বাতাসে আগুনের হলকা দেওয়ার কথা জানাল আবহাওয়া দফতর। এবার উইকএন্ড স্বস্তিদায়ক হচ্ছে না একটুও। বরং শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিন হাওয়া - অফিস। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম ও অস্বস্তি বাড়বে আগামী দু'দিন। তাপমাত্রা বেশ বাড়বে কলকাতাতেও।