Abhishek Banerjee: জেলাওয়াড়ি বৈঠকে বিশেষ গুরুত্ব নন্দীগ্রামকে ? কী নির্দেশ দিলেন অভিষেক ?
ABP Ananda LIVE: বছর ঘুরলেই রাজ্য়ে বিধানসভা ভোট। তার আগে বিভিন্ন জেলার নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বারাসাত ও তমলুক সাংগঠনিক জেলার বৈঠক রয়েছে। প্রথমে বারাসাত সাংগঠনিক জেলার বৈঠক।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, কাকলি ঘোষ দস্তিদার, সুজিত বসু, সব্যসাচী দত্ত, তাপস চট্টোপাধ্যায়, নারায়ণ গোস্বামী, রথীন ঘোষরা। এরপর তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভারী বৃষ্টিতে মুম্বইয়ে বিকল মনোরেল, শূন্যে আটকে যাত্রীরা, ঘটনাস্থলে পৌঁছল ক্রেন
মাথার উপর দিয়ে ট্রেন ছোটানোর ভাবনা এসেছিল জাপানকে দেখে। কিন্তু ভারী বৃষ্টিতে মায়ানগরীতে মাথার উপর আটকে গেল সেই মনোরেলই। ভারী বৃষ্টিতে মনোরেলটি আটকে গিয়েছে, কিছুতেই ট্রেন চালু করা যাচ্ছে না বলে খবর। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে মাটি থেকে উঁচুতে, লাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে মনোরেল। এক ঘণ্টার বেশি সময় ধরে ১০০-র বেশি যাত্রী তাতে আটকে রয়েছেন বলে খবর। (Mumbai News)
ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ক্রেন দিয়ে নামানোর চেষ্টা করা হচ্ছে যাত্রীদের। ট্রেনের দরজা খোলা যাচ্ছে না বলে দানা গিয়েছে। সেই অবস্থায় যাত্রীরা কী ভাবে বেরোবেন, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভলপমেন্ট (MMRDA) জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। আর তাতেই আটকে গিয়েছে মনোরেল। পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে তারা।




















