Jibankrishna Saha: তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা প্রসঙ্গে কী বললেন ফিরহাদ হাকিম? ABP Ananda Live
বড়ঞার র বাড়িতে সিবিআই অভিযান ঘিরে একের পর এক চমক। এবার বিধায়কের ফেলে দেওয়া দ্বিতীয় মোবাইল ফোনের খোঁজ করতে পুকুরে নামলেন তৃণমূলেরই অঞ্চল সভাপতিতৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআইয়ের নির্দেশে সকাল ১০টা ৫০ মিনিটে তৃণমূলের শাবলদহ অঞ্চলের সভাপতি সাধন প্রামাণিকের নেতৃত্বে পুকুরে নামে ১০ জনের দল। রবিবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে মোবাইল ফোন ছুড়ে ফেলার পুনর্নির্মাণ করাতেই মেলে সাফল্য। সিবিআই সূত্রে খবর, সকাল ৭টা ২৫-এ বিধায়ককে তাঁর বাড়ির ছাদে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মান করা হয়। সিবিআই আধিকারিকদের নির্দেশে ছাদের পাঁচিলে উঠে বাড়ির পুকুরে ঢিল ছোড়েন তৃণমূল বিধায়ক। ঠিক যেভাবে তিনি নিজের দুটি মোবাইল ফোন ছুড়ে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। বিধায়কের ছোড়া ঢিল পুকুরের যে জায়গায় পড়েছিল, সকাল ৭টা ২৭ মিনিটে সেখানেই নামানো হয় ৪ পাম্প কর্মীকে। ঠিক ১১ মিনিট পর ৭টা ৩৮ মিনিটে পুকুরের পাঁক থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়। দ্বিতীয় ফোনের সন্ধান পেতে সকাল ৯টা ১৪ মিনিটে বিধায়ককে পুকুর-পাড়ে নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। বিধায়কের নির্দেশ মতো শুরু হয় মোবাইলের খোঁজ।