Abhishek Banerjee: ২১শে'র মঞ্চ থেকে কী কী বার্তা দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়? ABP Ananda Live
২০১৩ এর পঞ্চায়েতে যেভাবে কোচবিহার থেকে কাকদ্বীপ এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে যেভাবে প্রত্যেক ব্লকে মানুষের পঞ্চায়েত গড়েছে, মানুষকে ধন্যাবাদ । নবজোয়ার নিয়ে যখন রাস্তায় ছিলাম, পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি মানুষের কাছে। মানুষ যাকে মান্যতা দিয়েছে তৃণমূল ত্রিস্তর পঞ্চায়েতে তাঁকে দাড় করিয়েছে
দলের কথায় প্রার্থীপদ দেয়নি এবার। নবজোয়ারের সময় একাধিকবার বলেছিলাম যে ২০২১ এর বিধানসভায় বিজেপি ৩৮ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল পেয়েছিল ৪৮ শতংশ। ১০ শতাংশের ফারাক ছিল। বলেছিলাম ১০ শতাংশ পূরণ করে দেব। কিন্তু আমি ভুল ছিলাম। তারপর এক বছর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আরও শ্কিতশালী করতে পেরেছি। ব্যবধান ১০ শতাংশ বা ১৫ শতাংশের নয়।৩০ শতাংশ হয়েছে। তৃণমূল একা লড়ে ৫২ শতাংশ ভোট পেয়েছে। আর ভারতীয় জুমলা পার্টি পেয়েছে ২২ শতাংশ।




















