TMC Infight:ভোট মিটতেই খণ্ডঘোষে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।ABP Ananda LIVE
ভোট মিটতেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে প্রকাশ্য়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল বিধায়কের অনুগামী অঞ্চল সভাপতি ও তাঁর ছেলে সহ বেশ কয়েক জনকে মারধরের অভিযোগ। অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, ব্লক সভাপতির অনুগামীরা রড-লাঠি নিয়ে অঞ্চল সভাপতির অনুগামীদের উপর চড়াও হয়। অঞ্চল সভাপতি হবিবুর রহমান, তাঁর ছেলে মেহেবুর রহমান সহ চার জন আহত হয়েছেন। তাঁদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও ব্লক সভাপতির দাবি, গ্রাম্য় বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা। কলকাতায় আবার শেষ দফা ভোটের আগে 'আক্রান্ত' সিপিএম কর্মী। গাঙ্গুলিবাগানের ঘটনা। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। আহত সিপিএম কর্মী বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন, এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।























