Lok Sabha Election 2024: ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটের আগে সবং থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
ABP Ananda LIVE: ঘাটাল (Ghatal)লোকসভা(lok sabha eletion 2024) কেন্দ্রে ভোটের আগে সবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি(bjp)। অভিযোগ, গতকাল রাতে দশক গ্রাম পঞ্চায়েতের কোলন্দা, রাউতরাবাড়ি, বিলকুয়া-সহ একাধিক এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে বাঁশ-লাঠি দিয়ে পেটানো হয়। রাস্তায় বিজেপি কর্মীদের দেখলেই মারধর করা হচ্ছে। চোখের সামনে এই ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার বলে অভিযোগ। প্রতিবাদে সকাল ৮টা থেকে সবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। থানার গেটে বিজেপির পতাকা লাগিয়ে দেন তাঁরা। অভিযুক্তরা গ্রেফতার না হলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। ভিত্তিহীন অভিযোগ, গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা, দাবি তৃণমূলের। হাবড়ায় (habra)প্রচারে গিয়ে বারাসাতের(barasat) বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের(swapan majumdar) মুখে বুলডোজার চালানোর হুমকি। পুকুর ভরাট করে বহুতল বানানোর অভিযোগ তুলে সরাসরি আক্রমণ করেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহাকে। জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তৃণমূলের পুর-চেয়ারম্যানেরও শ্রীঘরে ঠাঁই হবে বলে হুঁশিয়ারি দেন বারাসাতের বিজেপি প্রার্থী।