(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi in Bangladesh: 'ঠাকুরনগরে বড়মার স্নেহ পেয়েছি', ওড়াকান্দিতে বললেন Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আজ বাংলাদেশের ওড়াকান্দিতে বক্তব্য রাখলেন। মতুয়াদের উদ্দেশ্যে রাখা বক্তব্যতে তিনি বলেন, "এই দিনের এই পবিত্র মুহূর্তের প্রতীক্ষা আমার বহু বছর ধরে ছিল। ২০১৫ সালে যখন আমি প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বাংলাদেশে আসি তখনই আমি এখানে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলাম। আমার সেই প্রত্যাশা, আকাঙ্খা আজ পূর্ণ হল। আমি নিয়মিতভাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুগামীদের থেকে ভালবাসা ও স্নেহ পেয়েছি। তাঁর পরিবারের সদস্যদের ঘনিষ্ঠতা পেয়েছি। আমার আজ ঠাকুরবাড়ির এই দর্শন লাভের জন্য তাঁদের আশীর্বাদের প্রভাব রয়েছে বলেই মনে করি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দেখানো পথে চলে আজ আমরা একটি সামঞ্জস্যপূর্ণ সমাজের দিকে এগোচ্ছি। উনি সেই সময় মহিলাদের শিক্ষা, তাদের সামাজিক অংশীদারিত্বের জন্য কাজ শুরু করে দিয়েছিলেন। আজ আমরা মহিলাদের ক্ষমতায়ণের প্রচেষ্টায় সমগ্র বিশ্বকে এগিয়ে যেতে দেখছি।