Russia-Ukraine War : রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভোটদানে বিরত ভারত, চিন। Bangla News
রাশিয়ার (Russia) ইউক্রেন (Ukraine) আগ্রাসনের বিরোধিতায় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে (UNSC) ভোটদানে বিরত থাকল ভারত (India) ও চিন (China)। ইউক্রেনের ওপর রুশ আক্রমণের বিরোধিতা করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনা হয়। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব উঠলে তার সমর্থনে ১১টি দেশ ভোটদান করে। প্রস্তাবের বিরোধিতা করে ভেটো প্রয়োগ করে রাশিয়া। ভারত, চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি এই ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকে। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, ইউক্রেনের সাম্প্রতিক ঘটনাক্রমে ভারত উদ্বিগ্ন। অবিলম্বে হিংসা এবং শত্রুতার পথ থেকে সরে আসার আবেদন জানাচ্ছি। মানুষের জীবনের বিনিময়ে কোনও সমাধানে পৌঁছনো সম্ভব নয়। কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। আমাদের কূটনীতির রাস্তায় ফিরতেই হবে। সেই কারণেই ভোটদান থেকে ভারত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।