ABP India @ 2047 Summit: ২০৪৭-এ কোথায় পৌঁছবে দেশ? উত্তর দেবে আজকের আলোচনা : ধ্রুব মুখোপাধ্যায়
ABP India @ 2047 Summit - এর সূচনায় সকলকে স্বাগত জানালেন এবিপি নেটওয়ার্কের ডিরেক্টর ধ্রুব মুখোপাধ্যায়। তিনি বললেন, 'আমরা এখানে আলোচনা করছি, ২০৪৭ এ আমরা ভারতকে কেমন ভাবে দেখতে চাই, তাই নিয়ে । সকলেই প্রত্যাশার কথা বলছেন। ভারত যখন স্বাধীন হয়েছিল, তখন জনসংখ্যা ছিল ৩৪ কোটি। এখন তা প্রায় ১৪০ কোটির দেশ। তাই প্রত্যাশাও বেড়েছে। আর এই আশার পরিমাণ এতটাই, যে আমরা আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে উৎসাহিত হয়েছি। আজকের দিনে, নিজেদের জিগ্যেস করা, ২০৪৭ এ দেশের থেকে আমরা কী প্রত্যাশা করছি। স্বাধীনতা পেয়েছিলাম যখন তখন, দেশের অর্থনীতির অবস্থা ছিল দুর্বল, এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ আমরা। ২০৪৭ এর মধ্যে আমরা নিজেদের কোন জায়গায় দেখতে চাই ?' এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্বাধীনোত্তর ভারতে বিভিন্ন ক্ষেত্রে উন্নতির রেখাচিত্র তুলে ধরেন, সামনে আনেন তুলনামূলক ছবিটি। চলছে ABP India @ 2047 Summit। নক্ষত্রখচিত সমাবেশ। ২০৪৭, স্বাধীনতার শতবর্ষে আমরা দেশকে কোন উচ্চতায় দেখতে চাই, এই নিয়েই আজকের আলোচনা। উপস্থিত দেশ - বিদেশের বিশিষ্ট মানুষরা। তাঁরাই দিশা দেখাবেন আগামীর। কোন পথে এগোলে বিকশিত ভারতের লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়া সম্ভব। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

















