Fake CBI Arrested: দিল্লি থেকে গ্রেফতার হাওড়ার ভুয়ো সিবিআই অফিসার
দিল্লি (Delhi) থেকে গ্রেফতার জগাছার ভুয়ো সিবিআই (Fake CBI)। জগাছার যুবক শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। সিবিআই অফিসার হিসাবে প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে। তিনি বিহার (Bihar) ও দিল্লির (Delhi) বিভিন্ন যুবকদের একটি আন্তঃরাজ্য প্রতারণাচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। নিজেও নীল বাতির গাড়ি নিয়ে ঘুরতেন। তাঁর প্রাক্তন স্ত্রী বিষয়টি সামনে আনেন এবং পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাতেই তাঁকে দিল্লির এক পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে দিল্লির আদালতে তোলা হবে এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডে হাওড়া আদালতে নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্রে খবর।
![Kolkata News: দমদমে ভয়াবহ লুঠ, বারবার কেন টার্গেট বয়স্করা? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/dddfde56198237f1c8dfbfb9d61722311739858307536967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)