এক্সপ্লোর
Advertisement
দুর্গাপুরে অজানা জন্তুর ভয়, ঘটনাস্থলে বন দফতরের কর্তারা
কখনও বাঁকুড়ার বারিকুল, কখনও আবার ঝাড়গ্রামের বিনপুর, কখনও বেলপাহাড়ির কুলডিহা। সম্প্রতি রাজ্যের পশ্চিমাঞ্চল জুড়ে ছড়ায় বাঘের আতঙ্ক। এরই মধ্যে এবার পশ্চিম বর্ধমানে অজানা জন্তুর ভয়!
কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোরের পিছনে রয়েছে এক জঙ্গল। স্টিল প্ল্যান্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর কর্মীদের দাবি, মঙ্গলবার রাতে এই জঙ্গলেই জ্বল জ্বল করছিল দুটো চোখ। হলুদ-কালো ডোরা-কাটা অবয়ব। দিনের আলো ফুটতেই দেখা যায়, নরম মাটিতে অজানা জন্তুর পায়ের ছাপ। এই জঙ্গল সংলগ্ন এলাকাতেই কয়েক ঘর পরিবারের বাস। তাঁদেরও দাবি, বেশ কয়েকদিন ধরেই তাঁদের পোষা ছাগলগুলির খোঁজ নেই। অজানা জন্তুর আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর।
খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যান বন দফতরের কর্তারা। তাঁরা পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন। দুর্গাপুরের রেঞ্জার দীপক দত্ত জানিয়েছেন, ‘দেখে মনে হচ্ছে বন বিড়াল।’
সম্প্রতি হুগলির কোন্নগরে সিসিটিভি-বন্দি জন্তুকে দেখে বাঘের আতঙ্ক ছড়ায়। তবে বন দফতর স্পষ্ট জানিয়ে দেয়, জন্তুটি কোনওভাবেই বাঘ নয়, বাঘরোল কিম্বা মেছো বিড়াল। দুর্গাপুরের ক্ষেত্রেও তেমনই অনুমান বন দফতরের।
কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সেন্ট্রাল স্টোরের পিছনে রয়েছে এক জঙ্গল। স্টিল প্ল্যান্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর কর্মীদের দাবি, মঙ্গলবার রাতে এই জঙ্গলেই জ্বল জ্বল করছিল দুটো চোখ। হলুদ-কালো ডোরা-কাটা অবয়ব। দিনের আলো ফুটতেই দেখা যায়, নরম মাটিতে অজানা জন্তুর পায়ের ছাপ। এই জঙ্গল সংলগ্ন এলাকাতেই কয়েক ঘর পরিবারের বাস। তাঁদেরও দাবি, বেশ কয়েকদিন ধরেই তাঁদের পোষা ছাগলগুলির খোঁজ নেই। অজানা জন্তুর আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর।
খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যান বন দফতরের কর্তারা। তাঁরা পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন। দুর্গাপুরের রেঞ্জার দীপক দত্ত জানিয়েছেন, ‘দেখে মনে হচ্ছে বন বিড়াল।’
সম্প্রতি হুগলির কোন্নগরে সিসিটিভি-বন্দি জন্তুকে দেখে বাঘের আতঙ্ক ছড়ায়। তবে বন দফতর স্পষ্ট জানিয়ে দেয়, জন্তুটি কোনওভাবেই বাঘ নয়, বাঘরোল কিম্বা মেছো বিড়াল। দুর্গাপুরের ক্ষেত্রেও তেমনই অনুমান বন দফতরের।
বাংলা
জাল নোটের কারবার, দিল্লিতে গ্রেফতার মালদার বাসিন্দা
জোর করে পদত্যাগ করানো হল প্রধান শিক্ষককে। ভিডিও পোস্ট করে ক্ষোভপ্রকাশ শুভেন্দুর
রবীন্দ্র সরোবরে বেআইনি নির্মাণ কেন? প্রতিবাদে সরব লেক লাভার্স অ্যাসোসিয়েশন
'সই জাল করে কোনওভাবে রুম বুক করা হয়েছে। এটা পুরোপুরি ষড়যন্ত্র ,' মন্তব্য সুকান্তর
বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট, ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট!
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement