এক্সপ্লোর
লকডাউন নিয়ে অভিনব উদ্যোগ , উত্তর কলকাতায় পাড়া ঘিরে দিলেন স্থানীয় বাসিন্দারাই
নিউ বারাকপুরের পর এবার উত্তর দমদম। করোনা সংক্রমণ রুখতে আইসোলেটেড করা হলো ৩টি জায়গাকে। লাগানো হল বাঁশের ব্যারিকেড। উত্তর কলকাতায় পাড়া ঘিরে দিলেন স্থানীয় বাসিন্দারাই। মেয়াদ বাড়ানোর পর কোথাও পুরসভার উদ্যোগে ঘিরে দেওয়া হয়েছে পুরো ওয়ার্ড, কোথাও আবার সেলফ লকডাউনের পথে হেঁটেছেন পাড়ার বাসিন্দারা। উত্তর কলকাতার মোহনবাগান লেন নগরপল্লি অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় এই এলাকার প্রধান রাস্তা আটকে দেয় স্থানীয় যুবকরা। রাস্তার সামনে ঝুলিয়ে দেওয়া হয় লকডাউনের বোর্ড।
আরও দেখুন

















