এক্সপ্লোর
কেওড়াতলায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে গান স্যালুট
মৃত্যুর কাছে পরাজিত ‘অপরাজিত’ ‘অপু’! দীর্ঘ ‘অভিযান’ শেষ করে চলে গেলেন ফেলুদা। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘ ছয় দশকের বর্ণময় পথচলা শেষ। আজ বেলা ১২টা ১৫-য় বেলভিউ হাসপাতালে জীবনাবসান। করোনা আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর বেলভিউ হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা। পরে করোনামুক্ত হলেও দেখা দেয় অন্যান্য সমস্যা। চলছিল জীবন-মৃত্যুর লড়াই। শেষমেশ, ৪০ দিনের মাথায় আলোর উত্সবের মধ্যেই নিভে গেল জীবন-দীপ। সংস্কৃতি জগতে গভীর শোকের ছায়া।
আরও দেখুন

















