CPM Book Launch: শুক্রবার যাদবপুরের কফি হাউজ মোড়ে উদ্বোধন হল সিপিএমের বুকস্টলের
ABP Ananda LIVE: দুর্গাপুজোয় জনসংযোগ। মাধ্য়ম বই। সিপিএমের দীর্ঘদিনের রেওয়াজ। শুক্রবার যাদবপুরের কফি হাউজ মোড়ে উদ্বোধন হল সিপিএমের বুকস্টলের। ঐতিহ্য় মেনেই স্টলে শিশু সাহিত্য থেকে প্রগতিশীল এবং মার্কসবাদ সংক্রান্ত নানা বইয়ের সমাহার। বুকস্টলের উদ্বোধন করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। এখানেই প্রকাশিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের বই। নাম- 'শিক্ষায় সর্বনাশ, প্রজন্মের সংকট'। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, তখন দুর্নীতি কীভাবে শিক্ষাক্ষেত্রকে ক্ষতিগ্রস্ত করছে তা উঠে এসেছে পার্থপ্রতিম বিশ্বাসের বইতে।
আরও পড়ুন..
পুজোয় মুক্তি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়
নিয়োগ দুর্নীতির শেষ মামলায় হাইকোর্টে জামিন পেলেও, পুজোয় মুক্তি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। চার্জগঠন-সাক্ষ্যগ্রহণের প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা।



















