Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে সপরিবারে হাজির ধোনি, একাই এলেন হার্দিক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অনন্ত-রাধিকার (Anant Ambani Radhika Marchant) বিয়েতে সপরিবারে হাজির জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ও ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড (Hardik Pandya)।
তাঁদের রসায়ন সবসময়েই নজর কাড়ে। ক্যামেরার সামনে আসার আগে, ঠিক করে দিলেন একে অপরের পোশাক। ক্যামেরার সামনেও পাশাপাশি ঝলমল করলেন। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে অতিথি হিসেবে নজর কাড়লেন প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাস। দুজনেই ধরা দিলেন এক্কেবারে দেশি অবতারে।
জল্পনার অবসান ঘটিয়ে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে উপস্থিত হলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সঙ্গে স্ত্রী গৌরী। কয়েকদিন আগেই বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। আর সেই কারণেই শোনা যাচ্ছিল শাহরুখ থাকতে পারবেন না অম্বানিদের বিয়েতে। তবে সেই জল্পনা উড়িয়ে সপরিবারে অম্বানিদের বিয়েতে হাজির থাকলেন শাহরুখ খান। এলেন স্ত্রী গৌরি, সুহানা খান, আরিয়ান খানও।