North Bengal News: উত্তরবঙ্গে দুর্যোগ, ৭ সদস্যের কমিটি গঠন নবান্নের
ABP Ananda LIVE: উত্তরবঙ্গে দুর্যোগ, ৭ সদস্যের কমিটি গঠন নবান্নের। ত্রাণ, পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে কমিটি গঠন। অতিরিক্ত মুখ্যসচিবের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি গঠন।
সমনেও অন্তরালে কেষ্ট, বোলপুরের IC-র ফোন বাজেয়াপ্ত!
সমনেও অন্তরালে কেষ্ট, বোলপুরের IC-র ফোন বাজেয়াপ্ত! যে হুমকি দিল, সেই অনুব্রতর ফোন এখনও অধরা! বোলপুরের IC লিটন হালদারের ২টি ফোনই বাজেয়াপ্ত । কেন এখনও কেষ্টর ফোনে বাজেয়াপ্ত করল না পুলিশ? 'আইফোনের ফেসটাইম অ্যাপে কল করেছিলেন অনুব্রত' । 'সেই ফোন স্পিকারে রেখে অন্য ফোনে রেকর্ড করেন IC' । অনুমতি না নিয়ে কারও ফোন রেকর্ড করা বেআইনি' । IC-র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত নিয়ে এমনই দাবি পুলিশ সূত্রে । কীভাবে প্রকাশ্যে এল অডিও ক্লিপ? তারও খোঁজ চালাচ্ছে পুলিশ

















