Haldia: হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিধ্বংসী আগুন, মৃত ৩ । Bangla News
হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিধ্বংসী আগুন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে কলকাতায় আনা হচ্ছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ৩ জনের। দুর্ঘটনায় ৩৫ জন অগ্নিদগ্ধ। ১৬ জনকে নিয়ে আসা হচ্ছে কলকাতায় গ্রিন করিডর করে। ৬ নম্লর জাতীয় সড়ক গ্রিন করিডর লকরে আনা হচ্ছে আহতদের।
কলকাতা ফের তৃমমূলের। ছোট লালবাড়িতে ঘাসফুল ঝড়। দখলে পুরসভার ৯৩ শতাংশেরও বেশি আসন। মোট ১৩৪ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। ৩টি ওয়ার্ডে জয়ী বিজেপি। বামেরা ২টি আসনে জয়ী। কংগ্রেস জয়ী ২টি ওয়ার্ডে। ৩টি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী।
বিরোধীদের সঙ্গে শাসকদলের ব্যবধান কয়োক যোজন। কলকাতা পুরভোটের ফসাফল সেটাই প্রমাণ করল। বিজেপি, সিপিএম, কংগ্রেসকে একযোগে নিশানা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের।

















