K D Singh: প্রতারণার অভিযোগে রাজ্যসভার প্রাক্তন সাংসদ কে ডি সিং-এর বিরুদ্ধে নতুন মামলা। ABP Ananda Live
ABP Ananda Live: উত্তরপ্রদেশের ভাদোহিতে প্রতারণার অভিযোগে রাজ্যসভার প্রাক্তন সাংসদ কে ডি সিং-এর বিরুদ্ধে নতুন মামলা দায়ের করল CBI. প্রাক্তন সাংসদ কে ডি সিং ছাড়াও আরও ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
রাজ্যসভার প্রাক্তন সাংসদ কে ডি সিংহের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করল CBI. উত্তরপ্রদেশের ভাদোহিতে প্রতারণার অভিযোগে প্রাক্তন সাংসদ কে ডি সিং ছাড়াও আরও ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, CBI-এর স্ক্যানারে রয়েছে, কে ডি সিংহের সংস্থা অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়েলিটি লিমিটেড ও অ্যালকেমিস্ট টাউনশিপ লিমিটেড। ২০২১-এর বিধানসভা ভোটের আগে ইডি-র হাতে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল সাংসদ কে ডি সিং। কেন্দ্রীয় সংস্থা ইডি সূত্রে দাবি, কে ডি সিং যে সংস্থার মালিক সেই অ্যালকেমিস্টের একটি সংস্থা বিভিন্ন স্কিম দেখিয়ে বাজার থেকে প্রায় ১৯০০ কোটি টাকা তুলেছে। এর মধ্যে দেড়শো থেকে দু’শো কোটি টাকার হিসেব মেলেনি। KD সিং ১৯৮৮ সালে চণ্ডীগড়ে টারবো নামে একটি সংস্থা খোলেন৷ ২০০৪ সালে এই সংস্থারই নাম পরিবর্তন করে নাম রাখা হয় অ্যালকেমিস্ট। ধীরে ধীরে হেলথ কেয়ার, ফার্মাসিউটিক্যালস, ফুড প্রসেসিং, রিয়েল এস্টেট, ইনফ্রাস্ট্রাকচার ব্যবসায় পা রাখেন কে ডি সিং।