Pakistan News: 'যদি কোথাও কেউ আমাদের সংযমের ফায়দা তোলার চেষ্টা করে...': রাজনাথ সিং
ABP Ananda Live: অপারেশন সিঁদুরেও শিক্ষা নিল না পাকিস্তান। ভারতের একাধিক জায়গায় হামলার চেষ্টা করল তারা। বাছা হয়েছিল উত্তর ও পশ্চিম ভারতের ১৫টি জায়গার সেনা ছাউনি। যদিও যোগ্য় জবাব দিয়ে পাক সেনার মেরুদণ্ডটাই কার্যত ভেঙে দিল ভারতের সেনাবাহিনী। মাঝ আকাশেই পাকিস্তানের ড্রোন ও মিসাইল ধ্বংস করল ভারত। এখানেই শেষ নয়, প্রত্যাঘাত হিসেবে রওয়ালপিন্ডি, লাহৌর-সহ ৬ জায়গায় হামলা চালাল ভারতের ড্রোন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ফের হুঁশিয়ারি দিয়ে বললেন, যদি কোথাও কেউ আমাদের এই সংযমের ফায়দা তোলার চেষ্টা করে, তাহলে গতকালের মতো কোয়ালিটি জবাব পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কোয়ালিটি জবাব পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। সবমিলিয়ে এখন ভারত-পাকিস্তানের মধ্য়ে এখন পুরোদস্তুর যুদ্ধের পরিস্থিতি। পাক হামলার পাল্টা অ্যাকশনে ভারতীয় সেনা।ভারতের অলআউট অ্যাটাক।

















