Kashmir News: বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে লুধিয়ানায় সমস্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত
ABP Ananda LIVE: পাক হামলা, ভারতের প্রত্যাঘাত। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে লুধিয়ানায় সমস্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত । ৯ এবং ১০ মে লুধিয়ানায় সমস্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত
আরও খবর...
ভারতের আক্রমণের ভয়, লাহোর আর করাচি বিমানবন্দর বন্ধ করে দিল পাকিস্তান। পাক হামলার পাল্টা প্রত্যাঘাত ভারতের। লাহৌর, করাচি, রাওয়ালপিণ্ডিতে ড্রোন আক্রমণ ভারতের। রাওয়ালপিণ্ডির ক্রিকেট স্টেডিয়ামের কাছে আছড়ে পড়ল ড্রোন। আজ রাতে রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল।
নিজের দেশের নাগরিকদের জন্য নির্দেশিকা জারি আমেরিকার। লাহৌরে মার্কিন দূতাবাস ছাড়তে কর্মীদের নির্দেশ আমেরিকার। মার্কিন নাগরিকদেরও লাহৌর ছাড়তে নির্দেশ ওয়াশিংটনের। লাহৌর ছেড়ে সুরক্ষিত জায়গায় আশ্রয় নিতে দূতাবাস কর্মী ও নাগরিকদের নির্দেশ আমেরিকার
ভারতের প্রত্যাঘাতের পর কাঁপছে পাকিস্তান। এবার পাক সংসদে কান্নায় ভেঙে পড়লেন সাংসদ তাহির ইকবাল। 'ভগবান আমাদের রক্ষা করুন', পাক সংসদে বললেন পাক সাংসদ


















