CBI Questions Rujira: "কোথাকার নাগরিক তিনি? কটি পাসপোর্ট?", রুজিরাকে প্রশ্ন CBI-এর
কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বয়ান রেকর্ড করলেন সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রে খবর, বয়ান পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিন হরিশ মুখার্জি রোডের বাড়িতে অভিষেক-পত্নীকে প্রায় সোয়া একঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, মূলতঃ ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এছাড়াও, জানতে চাওয়া হয় তাঁর নাগরিকত্ব নিয়ে। তাঁর কটি পাসপোর্ট রয়েছে, অভিষেক-পত্নী কোনও রেজিস্টার্ড সংস্থার সঙ্গে যুক্ত কিনা, কোনও সংস্থার পদাধিকারী কিনা তাও জানতে চাওয়া হয়। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য তৈরি করা হয় ৮ পাতার প্রশ্ন তালিকা।





















