College Reopening: স্কুলের ধাঁচে ক্লাস নয় কলেজ-বিশ্ববিদ্য়ালয়ে | Bangla News
রাজ্যের স্কুলের ধাঁচে ক্লাস নয় কলেজ-বিশ্ববিদ্যালয়ে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে একদিনে সব ছাত্র-ছাত্রীর ক্লাস নয়। লেডি ব্রেবোর্ন কলেজে সপ্তাহে পর্যায়ক্রমে ৩ দিন করে ক্লাস। একাধিক কলেজে সপ্তাহে পর্যায়ক্রমে ২ দিন করে ক্লাস। আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজে পর্যায়ক্রমে ২ দিন করে ক্লাস। বাসন্তী দেবী কলেজ, বঙ্গবাসী কলেজে পর্যায়ক্রমে ২ দিন করে ক্লাস। আশুতোষ কলেজে ক্লাস করতে বাধ্যতামূলক ভ্য়াকসিনের ডবল ডোজ। ভ্য়াকসিনের নূন্যতম একটি ডোজ আবশ্যিক স্কটিশ চার্চ, বঙ্গবাসী কলেজে। বিভাগের উপরে রুটিনের ভাগ ছাড়ল যাদবপুর, প্রেসিডেন্সি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত কাল থেকে নবাগতদের ক্লাস নয়। কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে স্নাতকোত্তরে কাল থেকে নবাগতদের ক্লাস নয়।





















