AMRI: কাঁধে অনেক বড় দায়িত্ব, অতিমারীর সময় থেকে বাড়ি না গিয়ে রোগী সেবায় ডুবে রয়েছেন AMRI-এর ৪ নার্স
কেউ দুধের শিশুকে ছেড়ে আছেন। কেউ ভিনরাজ্যে থাকা অসুস্থ মা-বাবাকে। দায়িত্বের কাছে তুচ্ছ পরিবারের টান। তাই সব ভুলে অতিমারীর (Pandemic) শুরুর সময় থেকে আর বাড়ি যাননি ঢাকুরিয়া আমরি (AMRI) হাসপাতালের চার নার্স। হাসিমুখে নীরবে কর্তব্যে অবিচল কেউ দুধের শিশুকে ছেড়ে আছেন। কেউ ভিনরাজ্যে থাকা অসুস্থ মা-বাবাকে। দায়িত্বের কাছে তুচ্ছ পরিবারের টান। তাই সব ভুলে অতিমারির শুরুর সময় থেকে আর বাড়ি যাননি ঢাকুরিয়া আমরি হাসপাতালের চার নার্স। হাসিমুখে নীরবে কর্তব্যে অবিচল চারমূর্তি। সমস্যা হওয়ার আগেই পৌঁছে যাচ্ছেন রোগীর কাছে। বাড়িয়ে দিচ্ছেন ভরসার হাত। এঁদের দেখলে কে বলবে, বছর দেড়েক বাড়িই যাননি। বিরক্তি দূরের কথা, হাসিমুখেই সামলাচ্ছেন সব। গতবছর কোভিড শুরুর সময় থেকে হাসপাতালের চার দেওয়ালই এঁদের ঘরবাড়ি। কখনও কোভিড (Covid) রোগীদের সামলাচ্ছেন, কখনও অন্য রোগীদের। ঢাকুরিয়া আমরি হাসপাতালের চার সিস্টার কর্তব্যের প্রতি অবিচল।