Malda News: রাজ্যে ফের নারী নির্যাতনের অভিযোগ, এবার মালদার হবিবপুরে | ABP Ananda Live
ABP Ananda Live: রাজ্যে ফের নারী নির্যাতনের অভিযোগ, এবার মালদার হবিবপুরে। পাঁকা বাড়িতে ঢুকে গৃহবধূকে নিরেযাতনের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সিভিক ভলান্টিয়ার নির্যাতিতার প্রতিবেশী। অভিযোগ, হব্বিপুর থানায় অভিযওগ জানাতে গেলে দীর্ঘক্ষণ বসিয়ে রাখআ হয় নির্যাতিতাকে। পরে অভিযোগ নিলেও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি বলে নির্যাতিতার অভিযোগ।
আর জি করকাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের নিশানা করতে গিয়ে, দলেরই একাংশের সমালোচনা করলেন সৌগত রায়। প্রতিবাদী মানুষের রাস্তায় নামা প্রসঙ্গে তৃণমূল সাংসদ বললেন, কারও স্বাস্থ্য়, কারও আবার তোলাবাজি নিয়ে অভিযোগ ছিল, অভয়াকাণ্ডে সেগুলোই একসঙ্গে ফুটে উঠেছে। দলের একাংশের সমালোচনা করে সৌগত রায়ের মন্তব্য়, এতদিন ক্ষমতায় থেকে আমাদের লোকরা পৌরসভা ও পঞ্চায়েতের দায়িত্বে ঢুকে গেছে, কারণ 'অ্যাবসোলিউট পাওয়ার, কোরাপ্ট অ্যাবসোলিউটলি'। আন্দোলন যখন থাকে না, তখন কমিটমেন্ট কমে যায়। কারণ বই পড়িয়ে কিম্বা ক্লাস করিয়ে, তৃণমূল দল তৈরি করে না। আর কমিটমেন্ট না থাকার জন্য়ই, তখন লোকে পোস্ট কিম্বা পজিশন পেতে উদ্য়োগী হয়।