Kunal Ghosh: 'কংগ্রেস নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে বলেই মোদি এত সাংসদ নিয়ে এসেছেন', পিকে-কে সমর্থন কুণালের| Bangla News
"শক্তিশালী বিকল্প গড়ে তুলতে গুরুত্বপূর্ণ কংগ্রেসের (Congres) ভাবধারা এবং ব্যপ্তি। কংগ্রেসের নেতৃত্ব কোনও ব্যক্তির স্বর্গ থেকে পাওয়া অধিকার নয়। বিশেষ করে গত ১০ বছর দল যেখানে ৯০ শতাংশ ভোটে হেরেছে।" নাম না করে রাহুল গাঁধীকে (Rahul Gandhi) কটাক্ষ প্রশান্ত কিশোরের (Prashant Kishor)। "বিপক্ষে কে নেতা হবে তা ঠিক হোক গণতান্ত্রিকভাবে।" ট্যুইট তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের।
এ বিষয় তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন বিকল্প শক্তি। ২০১৪ ও ২০১৯-এ কংগ্রেস লিডারশিপ দিতে ব্যর্থ হয়েছে। যে কারণে নরেন্দ্র মোদি (Narendra Modi) এত সাংসদ নিয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল চেয়েছিল এবারের বিকল্প শক্তিটা একটা কাঠামোর উপরে দাঁড়িয়ে থাকে। তাতে যাতে কোনও ফাঁক না থাকে।





















