Laxmi Puja 2021: কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীদেবীর বন্দনায় তারকারা | Bangla News
সাধারণ গৃহস্থ থেকে সেলিব্রিটি, সবার ঘরেই সাড়ম্বরে লক্ষ্মী বন্দনা। রীতি অনুযায়ী মা লক্ষ্মী পুজো নেন রাতে৷ কোজাগরী পূর্ণিমার চাঁদ ওঠার পর পুজো শুরু হয়। কোজাগরী শব্দের অর্থ কে জাগে রে? বা কে জেগে আছে? রাতে দেবীর আরাধনা করাই লক্ষ্মী আরাধনার চিরাচরিত রীতি৷ কথিত আছে, কোজাগরী পূর্ণিমার রাতে মর্ত্যে নেমে আসেন দেবী৷ যে ভক্ত রাত জেগে তাঁর আরাধনা করেন, তাঁকে আশীর্বাদ করেন তিনি৷ গৃহিণীরা নিজেরাই এই পুজো করতে পারেন৷ শ্বেতপদ্ম ও শ্বেতচন্দনে লক্ষ্মীর আরাধনা করতে হয়৷ ফলমূলের পাশাপাশি চিঁড়ে এবং নারকেল লক্ষ্মীপুজোয় আবশ্যিক৷ একে চিপিটক বলে৷ রীতি অনুযায়ী পুজো শেষে সারারাত পাশা খেলতে হয়৷ সাধারণ গৃহস্থ থেকে সেলিব্রিটি, প্রায় সবার বাড়িতেই হচ্ছে ধনদেবীর আরাধনা। অপরাজিতা আঢ্য, অরুণিমা ঘোষ, সুরজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার জানালেন তাঁদের বাড়ির পুজোর অজানা কথা। ব্যস্ততার মধ্যে ধনদেবীর পুজোর আয়োজন করেছেন তনুশ্রী চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, পূজারিণী ঘোষ থেকে শুরু করে অনেকেই।