Mangalkot : তৃণমূল নেতাকে খুনের পর চেন্নাইয়ে গা ঢাকা, CID-র জালে সুপারি কিলার| Bangla News
মঙ্গলকোটের তৃণমূল অঞ্চল সভাপতি খুনে চেন্নাই থেকে সুপারি কিলারকে গ্রেফতার করল সিআইডি। এ বছরের ১২ জুলাই খুন হন মঙ্গলকোটের তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাস। সিআইডি সূত্রে খবর, খুনের পর চেন্নাইয়ে গা ঢাকা দিয়েছিল সুপারি কিলার মহম্মদ সুরজ। সেখানে রাজমিস্ত্রির কাজ করছিল সে। সুরজের সন্ধান পেতে গত পাঁচদিন ধরে রাজমিস্ত্রির বেশে ঘুরছিলেন সিআইডি অফিসাররা। অবশেষে সোমবার ওই সুপারি কিলারকে পাকড়াও করা হয়। সিআইডি সূত্রে খবর, তৃণমূল নেতাকে খুনের জন্য তাকে ৭ লক্ষ টাকা সুপারি দেওয়া হয় বলে জেরায় ধৃত জানিয়েছে। ধৃতকে চেন্নাই থেকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে এনে কাল কাটোয়া মহকুমা আদালতে তোলা হবে। এই নিয়ে মঙ্গলকোটের তৃণমূল অঞ্চল সভাপতি খুনে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮।

















