PM Modi: ফের পাকিস্তানকে হুমকি প্রধানমন্ত্রীর | Operation Sindoor
ABP Ananda Live: 'পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত'। '২২ এপ্রিল ধর্ম বেছে বেছে খুন করা হয়েছে'। 'সরকার ৩ বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল'। 'সিঁদুর যখন বারুদ হয়, তখন তার ফল দেশবাসী দেখেছে'। '২২ এপ্রিল হামলার বদলা আমরা ২২ মিনিটে নিয়েছি'। 'জঙ্গিদের ৯টি ঠিকানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে'। 'জঙ্গিদের ধুলোয় মেশানোর সঙ্কল্প নিয়েছিল দেশবাসী'। 'দেশকে কোনওমতেই নত হতে দেব না'। 'সিঁদুর যারা মুছতে বেরিয়েছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে'। 'এটা শোধ বা প্রতিশোধের খেলা নয়, এটা ন্যায়ের নতুন রূপ, যার নাম অপারেশন সিঁদুর'। 'এটা শুধু আক্রোশ নয়, গোটা ভারতের রুদ্ররূপ, এটাই নতুন ভারতের স্বরূপ'। 'প্রথমে ঘরে ঢুকে মেরেছি, এবার বুকে গিয়ে মেরেছি'। 'পরমাণু বোমার হুমকিতে ভারত ভয় পায় না'। মন্তব্য মোদির ।

















