(Source: Poll of Polls)
Kalyan Banerjee: 'চু কিতকিত..' লোকসভায় ! কল্যাণ কটাক্ষে হেসে কুটোপাটি, নিশানায় বিজেপি
Kalyan Banerjee On PM Modi Government : কী করছেন রাজ্যপাল(governor) ? বিজেপি (bjp)রাজ্যের প্রসঙ্গ তুলে এদিন জোর আক্রমণ করলেন ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়(kalyan banerjee)। ফের এদিন রাজভবনের সামনে ধর্নায় বসা নিয়ে নিশানা করলেন তিনি। এদিন বলেন, তিনি কী জানেন সেই কারণটা, এবার তাহলে ভাবার সময় এসেছে।' এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সদ্য পাশ হওয়া আইন নিয়ে কথা বলেন তিনি। 'আমাদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই কার্যকর হয়েছে',বলে অভিযোগ তোলেন কল্যাণ। তবে হ্যাঁ এই আইন পাশ হওয়ার পক্ষে প্রশংসাও করেন তিনি । মূলত দেশজুড়ে আজ থেকে চালু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা-সহ অপরাধমূলক তিন নতুন আইন। ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এছাড়া, ১৮৯৮ সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, ফৌজদারি ধারার পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ভারতীয় সাক্ষ্য আইনের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই ৩টি অপরাধমূলক নতুন আইন আজ থেকে গোটা দেশে কার্যকর হয়েছে। ABP Ananda LIVE