Birati Shootout Update: বিরাটির তৃণমূলকর্মী খুনে শুরু TMC-BJP চাপানউতোর, 'গোষ্ঠীকোন্দলে'র তত্ত্ব পদ্ম শিবিরের
বিরাটির তৃণমূল কর্মী খুনের নেপথ্যে সুপারি কিলার? প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশের। কয়েক মিনিটের মধ্যে অপারেশন শেষ করে যেভাবে দ্রুত এলাকা ছেড়ে পালায় আততায়ীরা, তা কোনও পেশাদার খুনি ছাড়া সম্ভব নয় বলে তদন্তকারীদের ধারণা।
একুশে জুলাইয়ের রাতে বিরাটিতে পার্টি অফিসের কাছেই গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্তকে। তৃণমূলের অভিযোগ, খুনের নেপথ্যে বিজেপির হাত রয়েছে। বিজেপির পাল্টা দাবি, দলের গোষ্ঠীকোন্দলের জেরেই খুন হয়েছেন ওই তৃণমূল কর্মী। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ওয়ার্ড অফিস থেকে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, ৩-৪ জন দুষ্কৃতী ২টি বাইকে চড়ে এসে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মীকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। স্থানীয় সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মী ইমারতি ব্যবসায় জড়িত ছিলেন। পাশাপাশি, পুলিশ জানতে পেরেছে, গতকাল দুপুরে ওই এলাকায় বাবুলাল নামে এক দুষ্কৃতীকে মারধর করা হয়। খুনের ঘটনার সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে নিমতা থানার পুলিশ।