Uttarkashi: উত্তরকাশীতে বাধার মুখে উদ্ধারকাজ! ইস্পাতের স্তূপের ধাক্কায় ভেঙে চুরমার ‘অগার‘ মেশিন
উত্তরকাশীতে বারবার বাধার মুখে উদ্ধারকাজ। ১৪ দিন ধরে নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে ৪১ জন শ্রমিক। পাথর কাটার বিদেশি ‘অগার’ মেশিন ভেঙেচুরে চুরমার হয়ে গেছে। উল্টে ওই মেশিনের ভাঙা অংশ বের করতে হবে। এবার যন্ত্র নয়, মানুষই পাথর ভাঙার কাজ করবে। এর জন্য দিল্লি থেকে উড়িয়ে আনা হচ্ছে পাথর কাটার কাজে দক্ষ ৪ জন শ্রমিককে। ৮০০ মিলিমিটারের পাইপের মধ্যে বসে পাথর কাটার কাজ করবে একজনই। আরেক জন সাহায্যকারী থাকবেন। চাকা লাগানো স্ট্রেচারে ভাঙা অংশগুলি বের করে আনা হবে। ভিতরে ঢুকে যাঁরা কাজ করবেন, তাঁদের জন্য থাকছে অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, টানেলের ৫০ মিটার অংশ কাটা হয়েছে। বাকি ১০ মিটার অংশ ম্যানুয়ালি কাটতে সময় লাগবে আরও ৩-৪ দিন।


















