Amit Shah Bengal Visit: নাড্ডার সফরের পর ফুটছে বঙ্গ রাজনীতি, এরপরই কলকাতায় আসছেন জানালেন অমিত শাহ, আরও খবর আনন্দ সকালে
JP Nadda-র বঙ্গ সফরের পর এবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। চলতি মাসের ১৯ এবং ২০ তারিখ রাজ্যে আসছেন অমিত শাহ, খবর বিজেপি সূত্রে। অংশ নেবেন দলের তিনটি আলাদা কর্মসূচিতে। দলের কর্মকর্তাদের সঙ্গে করবেন বৈঠক। জানা যাচ্ছে, গতকাল নাড্ডার কনভয়ে হামলার পর দলীয় কর্মীদের মনোবল বাড়াতে রাজ্যে আসছেন অমিত শাহ। এর পাশাপাশি নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক শক্তিবৃদ্ধিও অমিত শাহের বঙ্গ সফরের অন্যতম কারণ। প্রসঙ্গত, বুধবার কলকাতায় পা রেখেই বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। হেস্টিংসের আগরওয়াল হাউস, বিজেপির পার্টি অফিসের সামনে তাঁর গাড়ি আসতেই কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখান জনা পঞ্চাশেক ছেলে। পাল্টা তাঁদের দিকে তেড়ে যান বিজেপির কর্মীরা। বাঁশ-লাঠি হাতে দেখা যায় অনেককেই। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা রাকেশ সিং। কোনওক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।