Covid Darjeeling Tourism: জোড়া ডোজ বা নেগেটিভ রিপোর্ট ছাড়া যাওয়া যাবে না দার্জিলিংয়ে
করোনা (Corona) আবহে দিঘার পর, এবার শৈলশহর দার্জিলিঙেও (Darjeeling) পর্যটকদের জন্য জারি হল একগুচ্ছ বিধিনিষেধ (Covid Rules)। ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে বা ৭২ ঘণ্টার মধ্যে করা RT-PCR রিপোর্ট নেগেটিভ না হলে, পর্যটকদের প্রবেশ নিষেধ, নির্দেশিকা জেলাশাসকের। দার্জিলিঙের জেলাশাসক নির্দেশ দিয়েছেন, ভ্যাকসিনের জোড়া ডোজ না নিলে পর্যটকরা দার্জিলিংয়ে ঢুকতে পারবেন না। অবশ্যই দেখাতে হবে ভ্যাকসিনের দু'টি সার্টিফিকেট। অথবা দেখাতে হবে ৭২ ঘণ্টার মধ্যে RT-PCR পদ্ধতিতে করা করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট। দু'টির মধ্যে একটি না থাকলে হোটেল বা হোম স্টে-তে থাকা যাবে না। নতুন নির্দেশিকায় সমস্যায় পড়েছেন পর্যটকরা। কবে দূর হবে এই মহামারীকাল? পাহাড় ডাক দিলেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে পৌঁছে যাওয়া যাবে হিমালয়ের কোলে? অপেক্ষায় পর্যটনপ্রিয় বাঙালি।






















