Lake Kalibari Initiative: করোনা ও ঘূর্ণিঝড় বিধ্বস্ত দুর্গতদের পাশে লেক কালীবাড়ি কর্তৃপক্ষ, জেলায় জেলায় বিলি করা হল ত্রাণ
করোনার (Corona) দাপট এবং ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকার দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে লেক কালীবাড়ি কর্তৃপক্ষ (Lake Kalibari Authority)। জেলায় জেলায় বিলি করা হচ্ছে ত্রাণ। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) গোসাবা, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, কুলতলি, গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকার দুর্গত মানুষদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে। ত্রাণ দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিভিন্ন এলাকাতেও। ত্রাণসামগ্রী ছাড়াও প্রায় পাঁচ হাজার শাড়ি ও বস্ত্র বিতরণ করা হয়েছে সাগর এবং ডায়মন্ড হারবার সংলগ্ন অঞ্চলে। এছাড়া গঙ্গাসাগর ব্লক অঞ্চলে লেক কালীবাড়ির পক্ষ থেকে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন সমিতিকে পাঁচ হাজার শাড়ি, এক হাজার ধুতি এবং খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।






















