Suvendu Adhikari: 'কন্যা সুরক্ষা যাত্রা আমি সর্বত্র করব', হুঙ্কার শুভেন্দুর
ABP Ananda LIVE: ডেবরায় কন্যা সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী। 'কন্যা সুরক্ষা যাত্রা আমি সর্বত্র করব। পশ্চিমবঙ্গের কোনও কন্যা, বোন, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত নয়। পার্কস্ট্রিট থেকে কসবা ল কলেজ যে ক্রাইম হচ্ছে প্রতিটির সঙ্গে শাসক দল যুক্ত। এর শেষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা'। বললেন শুভেন্দু অধিকারী।
'পশ্চিমবাংলায় মহিলা থেকে সাধারণ মানুষ সুরক্ষিত নয়',মমতাকে আক্রমণ বিপ্লব দেবের
'পশ্চিমবাংলায় পরপর মহিলাদের ওপর অত্যাচার' । 'পশ্চিমবাংলায় এফআইআর দায়ের হয় না' । টিএমসিপির প্রাক্তন নেতার বিরুদ্ধে অভিযোগ থাকা সত্বেও কলেজে নিয়োগ' । 'কসবাকাণ্ডে কড়া শাস্তি হোক। মূল অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ। পশ্চিমবাংলায় পরপর ঘটনা, যুক্ত তৃণমূল নেতা। অভিযুক্ত তৃণমূল নেতাদের পুলিশি মদত'। সাউথ ক্যালকাটা ল' কলেজে গণধর্ষণের ঘটনা, মূল অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা। পুলিশের সঙ্গে মারপিট করেছে মূল অভিযুক্ত, তাও কেন ক্যাম্পাসে থাকার অনুমতি ?'পশ্চিমবাংলায় মহিলা থেকে সাধারণ মানুষ সুরক্ষিত নয়', মন্তব্য বিজেপির ৪ সদস্যের ফ্য়াক্ট ফাইন্ডিং টিম।

















