এক্সপ্লোর
Piyali Basak Exclusive: অভাব হোক বা ভয়ঙ্কর তুষারঝড়, সব তুচ্ছ করে হার না মানা মেয়ের এভারেস্ট জয়ের কাহিনি
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ লোৎসে জয় করে ফিরেছেন চন্দননগরের পিয়ালি বসাক। অভাবের সংসার, তবু অদম্য তাঁর পাহাড় জয়ের নেশা। বিনা অক্সিজেনে এভারেস্ট জয়ের সংকল্প নিয়েছিলেন। বিরূপ প্রকৃতি ও প্রবল তুষারঝড়ও তাঁর স্বপ্নপূরণে বাধা হয়ে উঠতে পারেনি। চারপাশে মৃতদেহ, তার মধ্যে দিয়েই এগিয়ে গিয়েছিলেন লক্ষ্যপূরণের দিকে। স্নো ব্লাইন্ডনেস, ক্লান্তিও তাঁর ইচ্ছেশক্তিকে দমিয়ে রাখতে পারেনি। হার না মানা কন্যার একান্ত সাক্ষাৎকার নিলেন এবিপি লাইভের প্রতিনিধি সন্দীপ সরকার।
আরও দেখুন






















