Sourav Ganguly Birthday: "আমি একদম ফিট", ৪৯ বছর পূর্ণ করে জানালেন সৌরভ
আজ বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন। কেক কেটে জন্মদিন পালন করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সৌরভ জানিয়েছেন, করোনার কারণে জন্মদিনে কোনও উৎসব নয়। এদিকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে তাঁর বেহালার বাড়ির সামনে উপস্থিত হন গুণগ্রাহীরা।
মহারাজ জানিয়েছেন, "টি-২০ বিশ্বকাপ ও আইপিএল ভারত থেকে চলে যাওয়ার জন্য আক্ষেপ রয়েছে। এই রকম পরিস্থিতি আমি নিজের জীবনে আগে দেখিনি।"
সৌরভ আরও জানিয়েছেন ইউরো কাপে ইংল্যান্ডের (England) খেলায় মুগ্ধ তিনি। সৌরভ বলেন, "ইউরো কাপের ফাইনাল (UEFA Euro 2020 Final) দেখার জন্য মুখিয়ে রয়েছি। কিন্তু ভোরে ম্যাচ থাকার কারণে কোপার ফাইনাল (Copa America 2021 Final) দেখা হবে না।"
৪৯ বছরে পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জন্মদিনে বিসিসিআই সভাপতিকে শুভেচ্ছার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। জন্মদিনে প্রাক্তন সহ খেলোয়াড়কে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় বাংলা ও ইংরেজিতে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ।
ফেসবুকে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক লিখেছেন, আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।
![India vs England T20: ইডেনে ভারত-ইংল্যান্ড মহারণ, ২ প্রাক্তন নাইটের চালেই কি বদলাবে ম্যাচের রং?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/22/bf294acb22b8c2679267dbc5d522287a1737548490990535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Santosh Trophy Champion: চেতলা অগ্রণীর ক্লাবের তরফে বাংলা ফুটবল দলকে দেওয়া হল সংবর্ধনা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/05/a98e23c5c68e3ca635709ab2d7eccc581736051438772968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Chess Academy: চৌষট্টি খোপের লড়াইয়ে সাফল্য, কৃতীদের সংবর্ধিত করল দিব্য়েন্দু বড়ুয়া চেস অ্য়াকাডেমি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/05/94819befa51cb943b34ff7fee225584f1736040303684968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BCCI: বিসিসিআই-এর নির্বাচনে অংশ নিতে পারবে না সিএবি, আবেদন খারিজ বিসিসিআই-এর ইলেক্টোরাল অফিসারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/03/9856390cc6b9cf6a15c0cfb9736d3b061735883170064535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Santosh Trophy 2024-25: বড় উপহার পেলেন বাংলার ফুটবলপ্রেমীরা, সন্তোষ ট্রফি ঘরে তুলল বাংলা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/01/6cbe308655727b64317cab878c4f6cf91735699980672535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)