Indian Cricket Team: ট্রফি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে বিশ্বকাপজয়ীরা, টিম ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদির
ABP Ananda Live: টি২০ বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। ৪ জুলাই সকালে ভারতে পৌঁছেছে টিম ইন্ডিয়া। আর এদিক সকালেই ভারতীয় ক্রিকেট টিম সাক্ষাৎ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। T-20 বিশ্বকাপ জয়ের ৫ দিন পর ট্রফি নিয়ে দেশে ফিরল ভারতীয় ক্রিকেট দল। দিল্লি বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে যান বিরাট, রোহিতরা। সেখানে ভারতীয় দলের জার্সির রঙের কেক কাটা হয়। এরপর সকাল ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বকাপজয়ীরা। বিকেলে তাঁরা পৌঁছবেন মুম্বইয়ে। ৫টা নাগাদ নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে বিজয়যাত্রা। হুডখোলা বাসে T-20 বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত ২ কিলোমিটার রাস্তায় ঘুরবেন রোহিত, বিরাটরা। সন্ধেয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে সম্বর্ধনা অনুষ্ঠান। বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসাবে ভারতীয় দলের হাতে ১২৫ কোটি টাকা তুলে দেবে BCCI. বিশ্বজয়ীদের দেওয়া হবে সম্বর্ধনা।
![WPL 2025: পরপর দুবার ট্রফি জিতে ইতিহাস গড়বে RCB? চমক দেবে সৌরভের দিল্লি? পাঁচ দলের ধুন্ধুমার লড়াই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/ec58923e82eff0e4cae5da3a984370081739463725517535_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)