![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ITR Update: আয়কর রিটার্নের নতুন সিজন শুরু, সমস্ত ফর্ম প্রকাশ করল আয়কর বিভাগ- আপনার জন্য কোনটা প্রযোজ্য ?
ITR Filing: ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য আয়কর বিভাগ ITR 1, ITR 2 এবং ITR 3 ফাইলিংয়ের ফর্ম জমা করার সুবিধে চালু করেছে।
![ITR Update: আয়কর রিটার্নের নতুন সিজন শুরু, সমস্ত ফর্ম প্রকাশ করল আয়কর বিভাগ- আপনার জন্য কোনটা প্রযোজ্য ? ITR Update ITR forms all has been enabled Taxpayers Can now File ITR for 2024-25 and 2023-24 ITR Update: আয়কর রিটার্নের নতুন সিজন শুরু, সমস্ত ফর্ম প্রকাশ করল আয়কর বিভাগ- আপনার জন্য কোনটা প্রযোজ্য ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/03/2fa1b61984dcc1180611e61c81b233c91712124495226900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Income Tax Return: ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। এবার সেই আয়কর জমার ফর্ম প্রকাশ করল আয়কর বিভাগ। ই-ফাইলিং ওয়েবসাইটে গিয়ে করদাতার এই আয়কর জমা দিতে পারেন সহজেই। শুধু তাই নয়, ২০২৩-২৪ অর্থবর্ষের জন্যেও আয়কর জমা (ITR Update) করা যাবে পোর্টালের মাধ্যমে। ২০২৪ সালের ১ এপ্রিল থেকে আইটিআর ফাইল করার জন্য আয়কর বিভাগ রিটার্ন ফর্ম প্রকাশ করেছে।
২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য আয়কর বিভাগ ITR 1, ITR 2 এবং ITR 3 ফাইলিংয়ের ফর্ম জমা করার সুবিধে চালু করেছে। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য রিটার্ন দাখিল করার শেষ তারিখ হল ৩১ জুলাই ২০২৪। করদাতারা আয়করের ই-ফাইলিং (ITR Update) ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই কর জমা করতে পারেন। করদাতাদের জন্য রয়েছে ৭ রকম পৃথক আয়কর রিটার্নের ফর্ম। কোন ফর্ম কার জন্য প্রযোজ্য দেখে নেওয়া যাক।
কারা জমা করবেন ITR 1 ফর্ম ?
যে সমস্ত করদাতার বার্ষিক আয় ৫০ লাখ টাকার কম, তাঁদের জন্য হল ITR 1 ফর্মটি। বেতন কিংবা অন্য কোনও সম্পত্তি থেকে আয়ের উৎস থাকলে এই ফর্ম পূরণ করবেন করদাতারা। সুদ, ডিভিডেন্ড বা কৃষি থেকে বার্ষিক ৫০০০ টাকা পর্যন্ত আয় আছে, তারাও এই ফর্ম পূরণ করতে পারবেন।
কাদের জন্য প্রযোজ্য ITR 2 ?
যে সমস্ত করদাতা মিউচুয়াল ফান্ড, স্টক বা স্থাবর সম্পত্তি বিক্রি থেকে আয় করেন, একাধিক বাড়ির মালিক এমন ক্ষেত্রে তাঁদের ITR 2 ফর্ম পূরণ করতে পারবেন।
ITR 4 কেন ভরতে হয় ? কাদের জন্য ?
ITR –এর ফর্ম ৪ মূলত 'সুগম' নামেও পরিচিত। যে সমস্ত হিন্দু অবিভক্ত পরিবারের ব্যক্তির ব্যবসা ও পেশা থেকে বার্ষিক আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের জন্য এই ফর্ম ৪ প্রযোজ্য। এই ব্যক্তিকে কোনও সংস্থার ডিরেক্টর হতে হবে বা তাঁর ইকুইটি শেয়ারে বিনিয়োগ থাকতে হবে এবং বছরে কৃষি খাত থেকে তাঁর ৫০০০ টাকা পর্যন্ত আয় আসতে হবে।
আগের বছরও আয়কর বিভাগ নতুন আর্থিক বছর শুরু হওয়ার পরেই এপ্রিল মাসে আইটিআর ফাইলিংয়ের ফর্ম প্রকাশ করত। আর নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অফলাইন ও অনলাইন এই সমস্ত মাধ্যমেই সব ধরনের ফর্ম সক্রিয় করা হয়েছে এই বছর। এর মাধ্যমে করদাতার সহজেই আয়কর জমা করতে পারবেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)