21 July Mamata Banerjee Rally Live Update : ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুত, এবার তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষা
TMC Shahid Diwas : ২১ জুলাইয়ের সভার জন্য তুলে নেওয়া হয়েছে প্রচুর সরকারি-বেসরকারি বাস। ভোগান্তির আশঙ্কা যাত্রীদের।
LIVE
Background
কলকাতা : মঞ্চ প্রস্তুত। এবার তৃণমূল নেত্রীর ( Mamata Banerjee ) বার্তার অপেক্ষা। ২১ জুলাইয়ের ( 21 July Rally ) সমাবেশে যোগ দিতে দলে দলে তৃণমূল কর্মী ও সমর্থকরা পৌঁছচ্ছেন কলকাতায়। শ্যামবাজার, হাওড়া, শিয়ালদা-সহ বিভিন্ন জায়গা থেকে একাধিক মিছিল পৌঁছবে ধর্মতলায় সভাস্থলে। মিছিলের রুটও ঠিক করে দেওয়া হয়েছে। ২১ জুলাইয়ের সভা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।
২১ জুলাইয়ের সভার জন্য তুলে নেওয়া হয়েছে প্রচুর সরকারি-বেসরকারি বাস। ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। শুক্রবার ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। শাসকদলের কর্মী, সমর্থকদের জন্য প্রচুর বাস তুলে নেওয়া হয়েছে। হাওড়া স্টেশনে উধাও সরকারি বাস। অফিস টাইমে বাস পেতে নাজেহাল যাত্রীরা।
বৃহত্তর স্বার্থে বাস নেওয়া হয়েছে, এর জন্য যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন সমবায়মন্ত্রী অরূপ রায়। একই ছবি বর্ধমানে। বাস স্ট্যান্ড শুনশান। যাত্রী থাকলেও বাস অমিল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেশনে আরেক ছবি। অভিযোগ, দলের দেওয়া কার্ড ঝুলিয়ে বিনা ভাড়ায় কলকাতায় আসার জন্য ট্রেনে চড়ছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। দলের কার্ডই রেলের টিকিট, দাবি বিনা ভাড়ায় ট্রেনে ওঠা তৃণমূল কর্মী, সমর্থকদের। এর ফলে গাঁটের কড়ি খরচ করে কলকাতা যাওয়ার টিকিট কেটেও অনেকে বাতিল করছেন।