(Source: ECI/ABP News/ABP Majha)
Agnimitra Paul: BJP সরকারে এলে কত টাকা করে কেজি আলু, জানালেন অগ্নিমিত্রা
Potato Price: বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে ১০ কিলো দরে আলু বিক্রি করা হবে বলে শুক্রবার বিধানসভার বাইরে দাবি করলেন আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল।
কলকাতা: বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে ১০ টাকা কিলো দরে আলু বিক্রি করা হবে বলে শুক্রবার দাবি করলেন আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল।
শুক্রবার বিধানসভায় রাজ্যে জিনিসপত্রের ক্রমাগত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। তাতে তর্কাতর্কি হওয়ার পর বিধানসভা চত্বরে আলু সহ বিভিন্ন সবজির অত্যাধিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিরোধী দলনেতার নেতৃত্বে বিক্ষোভ দেখালেন তাঁরা। বিধানসভার বাইরে টেবিল লাগিয়ে ১০ টাকা কিলো দরে আলু বিক্রি করেন প্রতীকী প্রতিবাদ জানালেন। রাজ্য সরকারের ব্যর্থতার জেরে কালোবাজারির কারণে এত দাম বাড়ছে বলেও দাবি করেন বিজেপি বিধায়করা। হাতে বিভিন্ন সবজির দামের স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে মমতা সরকার কবে রাজ্য থেকে যাবে তা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে আলু সহ বিভিন্ন জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা হবে বলেও আজ দাবি করেন।
সারা বছর কি এভাবে ১০ টাকা কিলো দরে তাঁরা আলু বিক্রি করবেন? এই প্রশ্নের জবাবে আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, "আমরা সরকারে আসি তাহলে দিতে পারব। আমরা ২৬-এর পরে সরকারে আসি তারপর ১০ টাকা কিলো দরে আলু দেব। এরকম নাটকবাজির সরকার আমরা চালাব না। মুখ্যমন্ত্রী তো রীতিমতো মিটিং করে লোকজনকে বলেছিলেন বাজারে গিয়ে দাম কমাতে হবে। আদতে কি দাম কমেছে? নাটক হচ্ছে। বাইরে ৪০ টাকা কেজি আলুর দাম। আর ভেতরে বলছেন ৪০ টাকা নয় আলুর দাম ২৮ টাকা। আপনারা কোন রাজ্যে থাকেন? পশ্চিমবঙ্গের মন্ত্রী না অন্য কোনও রাজ্যের মন্ত্রী? নাটকবাজি বন্ধ করুন মুখ্যমন্ত্রী।"
প্রসঙ্গত উল্লেখ্য, আলুর দাম নিয়ে বেশ কিছুদিন ধরেই শোরগোল চলছে রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরের রাজ্যে আলু রফতানি করতে নিষেধ করায় ধর্মঘট পর্যন্ত করেন ব্যবসায়ীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।