(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee : ‘লোকসভা ভোটের আগে বিজেপির শেষের শুরু’ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Karnataka Elections : মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, 'বিরোধী জোট নিয়ে আলোচনা চলছে। যেখানে যে শক্তিশালী, সেখানে সেই দল লড়ুক। বিজেপিকে রুখতে একের বিরুদ্ধে এক ফর্মুলায় এগোতে হবে’।
কলকাতা : বিজেপিকে আক্রমণ করেও কংগ্রেসের (Congress) নাম মুখে আনলেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কর্ণাটকে গেরুয়া শিবিরকে টেক্কা দিয়ে কুর্সি দখল করার পর হাত শিবিরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিজেপিকে (BJP) কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাটের বাড়িতে তাঁর সঙ্গে সলমন খান (Salman Khan) দেখা করে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘লোকসভা ভোটের আগে বিজেপির শেষের শুরু’।
কিছুদিন আগেই কালীঘাটের বাড়িতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন জেডিএস নেতা এইচডি কুমারস্বামী। এদিন কুমারস্বামীর প্রশংসা করলেও রাহুল গান্ধীর নাম না এনে বিজেপিকে আক্রমণ শানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ঔদ্ধত্য, অহংকার, এজেন্সি-রাজনীতির বিরুদ্ধে মানুষ জবাব দিয়েছে। লোকসভা ভোটের আগে বিজেপির শেষের শুরু। চব্বিশের ভোটে বিজেপির হার নিশ্চিত। দেশকে বাঁচাতে পরিবর্তন জরুরি। বিজেপি হঠাও, দেশ বাঁচাও। ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশেও হারবে বিজেপি। উত্তরপ্রদেশে অখিলেশ যাদব ভাল ফল করবে। সব জায়গায় বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা। এজেন্সি দিয়ে সবাইকে নিয়ন্ত্রণে রাখতে চায় বিজেপি। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করে বিজেপি। মানুষ এটা মেনে নেবে না।
পাশাপাশি একাধিক বিরোধী নেতার সঙ্গে আলোচনার পর বিজেপির বিরুদ্ধে যেখানে যারা শক্তিশালী তাঁদের লড়াইয়ের বার্তা তৃণমূল সুপ্রিমোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, 'বিরোধী জোট নিয়ে আলোচনা চলছে। যেখানে যে শক্তিশালী, সেখানে সেই দল লড়ুক। বিজেপিকে রুখতে একের বিরুদ্ধে এক ফর্মুলায় এগোতে হবে’।
কর্ণাটকে (Karnataka) কুর্সি বদল, একক সংখ্যাগরিষ্ঠতা কংগ্রেসের। আর বড়সড় জয়ের পরই ভাঙন এড়াতে সতর্ক কংগ্রেস। জয়ী বিধায়কদের বেঙ্গালুরুতে (Bengaluru) আনতে ব্যবস্থা হেলিকপ্টারের। একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হতেই রবিবার সকালে ডাকা হল দলীয় বৈঠক।
শেষ পাওয়া খবর অনুযায়ী, কর্ণাটকে গদি হারানোর পথে বিজেপি, কিছুক্ষণের মধ্যে ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ১৩৬টি আসনে এগিয়ে কংগ্রেস (Congress)। বিজেপি এগিয়ে ৬৪টি আসনে। এখনও পর্যন্ত ২০টি আসনে এগিয়ে জেডিএস। অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে।
আসন সংখ্যার মতোই ভোট শতাংশেও বিজেপির থেকে অনেক এগিয়ে কংগ্রেস। এখনও পর্যন্ত ৪৩ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। বিজেপি পেয়েছে ৩৬ শতাংশ, জেডিএস পেয়েছে ১৩ শতাংশ ভোট। যার পরই কাল সকালে বেঙ্গালুরুতে জয়ী কংগ্রেস বিধায়কদের নিয়ে ডাকা হল বৈঠক। উল্লেখ্য, কর্ণাটকের ভোটে বিজেপির একের পর এক হেভিওয়েটের হার। হার হয়েছে বিদায়ী স্পিকার বিশ্বেশ্বর হেগড়ের। পরাজিত হয়েছেন পরিবহণমন্ত্রী বি শ্রীরামুলু, শিক্ষামন্ত্রী বি সি নাগেশের। কংগ্রেসের কাছে হারলেন আইনমন্ত্রী জে সি মাদুস্বামী ও স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর।
আরও পড়ুন- কর্ণাটকে বিজেপির ভরাডুবি, 'ক্ষমতার আস্ফালন পরাজিত হল', ট্যুইট মমতার
আরও পড়ুন, বাংলায় প্রিন্টিং প্রযুক্তিতে বিপ্লব এনেছিলেন উপেন্দ্রকিশোর, অবিস্মরণীয়