Samsergung Election 2021 : সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর নেতৃত্বে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। তাই আজ এই কেন্দ্রে ভোট হচ্ছে।
সামশেরগঞ্জ(মুর্শিদাবাদ) : ভোটের আগের রাতে মুর্শিদাবাদে সামশেরগঞ্জে বোমাবাজির অভিযোগ। সামশেরগঞ্জের ঘনশ্যামপুরে গতকাল রাতে কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের নেতৃত্বে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ তুললেন তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলাম। যদিও অভিযোগ উড়িয়ে দেন কংগ্রেস প্রার্থী।
আরও পড়ুন ; সামশেরগঞ্জে নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ
এদিকে সামশেরগঞ্জে দোগাছি গ্রাম পঞ্চায়েতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে। ভোটারদের কাছে গিয়ে জোড়া ফুল ও 'লক্ষ্মীর ভাণ্ডারে ভোট' দেওয়ার কথা বলছেন তৃণমূল প্রার্থী, অভিযোগ বিজেপির। যদিও এটা শুধুই সৌজন্য বিনিময় বলে দাবি তৃণমূল প্রার্থীর। এছাড়া সামশেরগঞ্জের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন ; বিভিন্ন বুথ-অলিগলিতে এরিয়া ডমিনেশন, ভবানীপুরে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
প্রসঙ্গত, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। তাই আজ এই কেন্দ্রে ভোট হচ্ছে। সামেশরগঞ্জে লড়াই এবার চতুর্মুখী। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিরুল ইসলাম, বিজেপির প্রার্থী মিলন ঘোষ। জইদুর রহমান লড়ছেন কংগ্রেসের হয়ে। সিপিএম প্রার্থী করেছে মোদাসসর হোসেনকে। ১৮ কোম্পানি বা প্রায় ১ হাজার ৩০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে।
আরও পড়ুন ; সকাল সকালই ইভিএম কারচুপির অভিযোগ প্রিয়ঙ্কার, বচসায় জড়ালেন পুলিশের সঙ্গেও
এর পাশাপাশি নির্বাচনের আগে বাম প্রার্থীর মৃত্যু হওয়ায় আজ মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনেও ভোট হচ্ছে। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে। জঙ্গিপুর বিধানসভা আসনে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূলের হয়ে লড়াই করছেন জাকির হোসেন, বিজেপির প্রার্থী সুজিত দাস, আরএসপি-র টিকিটে লড়ছেন জানে আলম মিয়া। জঙ্গিপুরে বিধানসভা কেন্দ্রে মোতায়েন রয়েছে ১৯ কোম্পানি বা প্রায় ১ হাজার ৪০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
উল্লেখ্য, ভবানীপুরে ভোট শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ তোলে বিজেপি। ১২৬ নম্বরে বুথে ইভিএম কারচুপির অভিযোগ জানান বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।